রাকিব হাওলাদার: ২য় শিফটের ক্লাস চালুর দাবিতে ২য় দিনের মত আন্দোলন কর্মসূচি পালন করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ (১৫.০২.২০২০ ইং তারিখে) সকাল ৭ টায় ক্যাম্পাসের প্রধান ফটকে এ আন্দোলন কর্মসূচি পালন করে ২য় শিফটের শিক্ষার্থীরা। পরে আন্দোলনে একাগ্রতা প্রকাশ করে ১ম শিফটের শিক্ষার্থীরা অংশ নেয়।
“২য় শিফটের ক্লাস চাই” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, যত দিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে।
এ আন্দোলন কর্মসূচিতে অচল হয়ে পড়ে ক্যাম্পাসের প্রশাসনিক কার্যক্রম। পরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব, প্রকৌশলী মোঃ রুহুল আমিন স্যারের অনুরোধ এবং আশ্বাস আন্দোলন কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা।
এদিকে গত ১লা জুন,২০১৮ থেকে ২য় শিফটের বেতন-ভাতা পাচ্ছেন না শিক্ষকরা। এরই প্রেক্ষিতে গত ১লা ফেব্রুয়ারি থেকে ২য় শিফটের সকল কার্যক্রম ও ক্লাস বর্জন করেন শিক্ষকরা।
রাকিব হাওলাদার, বরিশাল পলিটেকনিক প্রতিনিধি।