রাকিব হাওলাদার: আজ সকালে ২য় শিফটের সাথে ১ম শিফট ও নওগাঁ পলিটেকনিক ছাত্রলীগ এর সমর্থন ও সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন মোঃ নাফিউর রহমান, যুগ্ন আহবায়কঃনওগাঁ পলিটেকনিক ছাত্রলীগ। তৃতীয় দিনের কর্মসূচি হিসেবে প্রথমে প্রসাশনিক ভবনের সামনে এবং পরে সড়ক অবরোধ করে নওগাঁর প্রাণ কেন্দ্র মুক্তির মোড়ে সাধারণ শিক্ষার্থীরা মিলে মানববন্ধন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অনতিবিলম্বে যেন শিক্ষরা ক্লাসে ফিরে আসেন অন্যথায় তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এ বিষয়ে তারা শিক্ষা মন্ত্রণালযয়ের কাছে দাবি জানায় যাতে তারা এ বিষয়টি খুব দ্রুত সমাধান করেন।
এদিকে গত ১লা জুন,২০১৮ থেকে ২য় শিফটের বেতন-ভাতা পাচ্ছেন না শিক্ষকরা। এরই প্রেক্ষিতে গত ১লা ফেব্রুয়ারি থেকে ২য় শিফটের সকল কার্যক্রম ও ক্লাস বর্জন করেন শিক্ষকরা।