রাকিব হাওলাদার: দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত ১লা ফেব্রুয়ারি, ২০২০ থেকে ২য় শিফটে ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। এর প্রতিবাদে আজ সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের প্রধান ফটকে আন্দোলন করেছে অত্র ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান যতদিন পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরে না আসে ততদিন পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন। এদিকে গত ১লা জুন,২০১৮ থেকে ২য় শিফটের বেতন-ভাতা পাচ্ছেন না শিক্ষকরা।
এর প্রেক্ষিতে ১লা ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় শিফটের সকল কার্যক্রম ও ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। তারা জানান এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। এতে চরম বিপাকে পড়েছে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা।। আন্দোলনে একাগ্রতা প্রকাশ করে অভিভাবকরা জানান শিক্ষা মন্ত্রণালয় যাতে এ সমস্যা দ্রুত সমাধান করেন এবং শিক্ষকদের ক্লাসে ফিরে আসতে আহ্বান জানান।
রাকিব হাওলাদার, বরিশাল পলিটেকনিক প্রতিনিধি।