২য় শিফটে ক্লাস শুরুর দাবিতে ৩য় দিনের মত মানববন্ধনে অংশ নেয় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ২য় শিফটের শিক্ষার্থীদের সাথে একগ্রতা প্রকাশ করে ১ম শিফটের শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে অনড় থাকেন এবং শিক্ষকদেরকে ক্লাসে ফিরে আসার জন্য আবারও দাবি করেন।
এদিকে গত ১লা ফেব্রুয়ারি ২০২০ থেকে ইনস্টিটিউটের শিক্ষকরা ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন। এ নিয়ে প্রায় ১২ দিন যাবৎ ক্লাস হচ্ছেনা ২য় শিফটের। এ বিষয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, তারা জনায় এভাবে চলতে থাকলে তাদের ছেলে-মেয়েদের চরম বিপাকে পড়তে হবে। অভিভাবকরা এ বিষয়টি সমাধানের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন তারা যেন এ বিষয়টি খুব দ্রুত সমাধান করেন।