নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের ক্লাস চালুর দাবিতে প্রশাসনিক ভবন ও ইনস্টিটিউটের মূল ভবনের সামনে বসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
গত ১লা ফেব্রুয়ারি ২০২০ থেকে ইনস্টিটিউটের শিক্ষকরা ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন। গত ১লা জুন ২০১৮ থেকে বেতন দেয়া হচ্চেনা শিক্ষকদের । এ কারণে গত ০৯ দিন ধরে ক্লাস হচ্ছে না দ্বিতীয় শিফটের। এজন্য দ্বিতীয় শিফটের ছাত্র-ছাত্রীরা চরম বিপাকে পড়েছে। বাড়তি ভোগান্তিতে পড়েছে বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের দাবি টাকার জন্য কেন শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে পড়বে। প্রথম শিফটের ক্লাস চললে দ্বিতীয় শিফটের কেন বন্ধ থাকবে।
শিক্ষার্থীরা জানায় আমাদের দাবি একটাই দ্বিতীয় শিফটে ক্লাস চাই।