রাকিব হাওলাদার: ২য় শিফটে ক্লাস চাই” এ দাবিতে দেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। দেশের সব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটে গত ১লা ফেব্রুয়ারি ২০২০ থেকে দ্বিতীয় শিফটের ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা গত ১লা জুন ২০১৮ থেকে বেতন-ভাতা পাচ্ছেন না শিক্ষকরা।
এর আগেও কয়েক দফায় ক্লাস বর্জন করেন শিক্ষকরা। এ কারনে চরম বিপাকে পড়েছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শিফটের ২২ হাজার এবং ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে।
শিক্ষার্থীর তাদের দাবি অর্জনের লক্ষ্যে ২ ফেব্রুয়ারি ২০২০ থেকে নিজ প্রতিষ্ঠানের প্রধান ফটকে মানববন্ধন করে যাচ্ছে।তাদের দাবি ২য় শিফটে ক্লাসে যেন শিক্ষকরা ফিরে আসেন। ইতিমধ্যে দেশের সনামধন্য কয়েকটি পলিটেকনিকের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিয়েছেন।
এ বিষয়ে শিক্ষকরা জানান তাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত ক্লাসে ফিরবেন না।
রাকিব হাওলাদার, বরিশাল পলিটেকনিক প্রতিনিধি।