২য় শিফটের ক্লাস চালুর দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ সকালে কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় শিক্ষর্থীরা জানান, ২০১৫ সালের বেতন স্কেলে ভাতা দেওয়ার দাবীতে চলতি মাসের ১ তারিখ থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস বন্ধ রেখেছে শিক্ষকরা। এতে এতে অনিশ্চিত হয়ে পড়েছে ২য় শিফটের ৭’শ শিক্ষার্থীদের লেখাপড়া। তারা দ্রত ক্লাস চালুর দাবী জানান।
মানবন্ধন শেষে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।