১৬ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গনে “দেশ-বিদেশে বর্তমান চাকুরীর বাজারের চাহিদা ও প্রয়োজনীয় প্রস্তুতি” শীর্ষক দিন ব্যাপি এক জব সেমিনার উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
দেশের সর্ববৃহৎ চাকুরী সন্ধানের ওয়েব সাইট বিডি জবস ডট কম ও গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যেগে আয়োজিত এ জব সেমিনারের উদ্ধোধন করেন গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম শাহিদুল ইসলাম চৌধুরী । উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও চাকুরী প্রাপ্তির নানা দিক সম্পর্কে আলোকপাত করেন বিডি জবসের সিনিয়র ম্যানেজার জনাব মোহাম্মদ আলী ফিরোজ।
মেমিনারে বক্তারা দেশ-বিদেশে চাকুরীর বাজারের বর্তমান চাহিদার নানা তথ্য উপাত্ত তুলে ধরে বলেন বাংলাদেশে শিক্ষিত ছেলে-মেয়েরা শুধুমাত্র প্রয়োজনীয় কারিগরি দক্ষতার অভাবেই বেকারের ঘানি টেনে যাচ্ছে। আবার দক্ষতা থাকা সত্ত্বেও শুধু সফট স্কিলের ঘাটতি থাকার কারনে অনেকেই চাকুরী বাজারে কাঙ্খিত জব নিশ্চিত করেত পারছেন না। তরুনদের কাঙ্খিত জব নিশ্চিত করতে কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি সফট স্কিলের দিকে নিজেকে দক্ষ করে তোলার জন্য আহবান জানান।
আনন্দমুখর এ সেমিনারে প্রায় দুইশতাধিক চাকুরী প্রার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে চাকুরী সন্ধানের কাজে অনন্য ও ঐকন্তিক অবদানের জন্য গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে বিডি জবস ডট কম একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেমিনারটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ ইন চার্জ জনাব গাজী আবিদ রায়হান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি