মানুষ হতে চাই
– আমিনুল ইসলাম
আমি মানুষ হতে চাই
আমি আমার বাকস্বাধীনতা চাই
আমি মনের কথা সব বলতে চাই
তাই,
আমার কোন দাম নাই৷
আমি মানুষ হতে চাই
আমি অশুভের বিরুদ্ধে লড়তে চাই
আমি দেশপ্রেমিক হতে চাই
তাই,
আমার কোন দাম নাই৷
আমি মানুষ হতে চাই
আমি অসাম্প্রদায়িক হতে চাই
আমি সততার সাথে কর্ম করতে চাই
তাই,
আমার কোন দাম নাই৷
আমি মানুষ হতে চাই
আমি বিশ্বমানবতার মুক্তি চাই
আমি মানুষের কল্যাণ চাই
তাই,
আমার কোন দাম নাই৷
আমি মানুষ হতে চাই
আমি গুণীজনদের সম্মান দিতে চাই
আমি সাদামাটা জীবন চাই
তাই,
আমার কোন দাম নাই৷
আমি মানুষ হতে চাই
আমি অমানুষদের ঘৃণা করতে চাই
আমি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়তে চাই
তাই,
আমার কোন দাম নাই৷
আমি মানুষ হতে চাই
আমি নিরপেক্ষ হতে চাই
আমি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই
তাই,
আমার কোন দাম নাই।