শিক্ষা উপমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই কোচিং আছে। কোচিং যাতে শোষণমূলক না হয়, সেটাই আমাদের লক্ষ্য। শিক্ষকরা ক্লাস না করিয়ে যদি শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করে, তাহলে সেটা শিক্ষা আইনে অপরাধ বলে গণ্য করা হয়েছে। আমরা এই কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা আরও যুযোপযোগী করবো এবং কিছু অপরাধকে সংজ্ঞায়িত করবো।
মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়কে সব দিক-নির্দেশনা দিয়ে থাকেন। এ নির্দেশনা দিয়ে তিনি শিক্ষাকে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ কখনও চিন্তা করতে পারেনি তাঁরা বিনামূল্যে বই পাবে। বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করতে পারেনি সরকারি টাকায় বেসরকারি স্কুলে ভবন হবে।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল ব্যারিষ্টার ওয়ারেস আল-হারুনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াস উদ্দীন মিয়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মুজিবুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: শামসুল আলম প্রধান, জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমির হামজা প্রমুখ। অনুষ্ঠান উদ্ভোধন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন ভূইয়া।dainikshiksha