ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত : বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং বিসিএসসহ সকল আবেদনের ক্ষেত্রে শেষ সময়ের জন্য অপেক্ষা না করাই ভাল। কারণ, শেষমুহুর্তে সার্ভারে সমস্যা/ টেলিটকের মাধ্যমে আবেদন ফি জামদানে সমস্যা হয়।
১। বাংলাদেশ ব্যাংকঃ
☞☞ পদের নাম ও পদসংখ্যাঃ Assistant Director (General)- ১৮৮ টি পদ (কম-বেশি)।
☞☞ আবেদনের সময়সীমাঃ ৩১-১২-২০১৯ ইং।
২। ৪১তম বিসিএসঃ
☞☞ আবেদন ফিঃ ৭০০ টাকা।
☞☞ আবেদনের সময়সীমাঃ ০৪-০১-২০২০ ইং।
৩। নন-ক্যাডার ৯ম- ১১তম গ্রেডের বিভিন্ন পদঃ
☞☞ আবেদনের সময়সীমাঃ ০৯-০১-২০২০ ইং।
☞☞ আবেদন ফিঃ ৫০০ টাকা।
৪। পূবালী ব্যাংক লিমিটেডঃ
☞☞ পদের নামঃ IT Officials এর ১৩ ক্যাটাগরির পদ।
☞☞ আবেদনের শেষ তারিখঃ ০৯-০১-২০২০ ইং।
৫। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডঃ
☞☞ পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী।
☞☞ আবেদন ফিঃ ৬০০ টাকা।
☞☞ আবেদনের শেষ তারিখঃ ৩১-১২-২০১৯ ইং।
৬। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডঃ
☞☞ পদের নাম ও পদ সংখ্যাঃ ১০ টি ক্যাটাগরিতে মোট ৬৫ টি পদ।
☞☞ আবেদনের সময়সীমাঃ ২৯ -১২-২০১৯ ইং।
☞☞ আবেদন ফিঃ ৫০০, ১০০, ৫০ টাকা।
৭। তাঁত বোর্ডঃ
☞☞ পদসমুহঃ ০৯ ক্যাটাগরিতে ৪১ টি পদ।
☞☞ আবেদনের সময়সীমাঃ ০৫-০১-২০২০ ইং।
৮। দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেড, গাজীপুরঃ
☞☞ পদসমুহঃ ১১টি ক্যাটাগরিতে মোট ২০ পদ ((9th grade)।
☞☞ আবেদন শেষ তারিখঃ ২২-০১-২০২০ ইং।
৯। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ এর সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিঃ
☞☞ ১ম ০৩ ক্যাটাগরির পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন।
☞☞ পদসমুহঃ ১২টি ক্যাটাগরিতে মোট ৫৭ পদ।
☞☞ আবেদন ফিঃ ১১২ টাকা।
☞☞ আবেদনের সময়সীমাঃ ২২-০১-২০২০ ইং।
১০। মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাগেরহাটঃ
☞☞ পদসমুহঃ ৩৬টি ক্যাটাগরিতে মোট ৫২ পদ।
☞☞ আবেদন ফিঃ ৫০০ টাকা, ১০০ টাকা।
☞☞ আবেদনের সময়সীমাঃ ০৫-০১-২০২০ ইং।
১১। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটঃ
☞☞ পদের নাম ও পসংখ্যাঃ বৈজ্ঞানিক কর্মকর্তা- ২১ টি পদ।
☞☞ আবেদন ফিঃ ২২৪ টাকা।
☞☞ আবেদনের সময়সীমাঃ ২৩-০১-২০২০ ইং।
১২। Trust Bank Limited:
☞☞ পদসমুহঃ
(i) Trainee Junior Officer.
(ii) Trainee Assistant Cash Officer.
☞☞ আবেদনের সময়সীমাঃ 18-01-2020.
☞☞ অনলাইনে আবেদনঃ
(i) Trainee Junior Officer:
১৩। মোংলা বন্দর কর্তৃপক্ষঃ
☞☞ পদ সমূহঃ ৩৬ ক্যাটাগরিতে বিভিন্ন পদ।
☞☞ আবেদনের সময়সীমাঃ ০৫-০১-২০২০ ইং।
☞☞ আবেদন ফিঃ ৫০০ টাকা, ১০০ টাকা।
১৪। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডঃ
☞☞ পদের নামঃ এসবিএ ( শিক্ষানবিস)।
☞☞ আবেদনের সময়সীমাঃ ১২-০১-২০২০ ইং।
☞☞ আবেদন ফিঃ ৪০০ টাকা।
১৫। সিলেট মেট্রোপলিটন পুলিশঃ
☞☞ পদসমূহঃ ০৮ ক্যাটাগরিতে মোট ২১ টি পদ।
☞☞ আবেদন ফিঃ ১০০, ৫০ টাকা।
☞☞ নির্ধারিত ফরমে আবেদনের শেষ তারিখঃ ৩০-০১-২০২০ ইং।
১৬। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীঃ
☞☞ ‘সাধারন আনসার’ (মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ) পদে আবেদনের সময়সীমাঃ ০৫-০১-২০২০ ইং।
☞☞ আবেদন ফিঃ ২০০ টাকা।
১৭। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারীঃ
☞☞পদসমূহঃ ২০ ক্যাটাগরিতে ৮৬টি পদ।
☞☞ আবেদন ফিঃ ১০০; ৫০ টাকা।
☞☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ৩১-১২-২০১৯ ইং।
১৮। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডঃ
☞☞ পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
☞☞ পদ সংখ্যাঃ ৩টি।
☞☞ আবেদন ফিঃ ১০০ টাকা।
☞☞ আবেদনের ঠিকানাঃ মহাপরিচালক, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, ১৬০ কাকরাইল, ঢাকা- ১০০০।
☞☞ আবেদনের শেষ তারিখঃ ১০- ২০২০ ইং।
১৯। BRAC Bank Limited:
☞☞ Associate Relationship Manager/ Relationship Manager, Emerging Corporate – SME Banking Division;
☞☞ Application Deadline: January 31, 2020.
২০। সকল জেলা প্রশাসকের অধীনে বছরে ২/১ বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সংশ্লিষ্ট জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী হলে আপনার নিজ জেলার অফিশিয়াল ওয়েবসাইটে মাসে একবার হলেও খোঁজ নিন।
দেশের যেকোন প্রান্ত থেকে মানসম্মত শিক্ষকদের মাধ্যমে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন: http://bit.ly/34j0yX0
এ জাতীয় আরো খবর..