মো: আবু নাইম
জাগো জাগো জাগো
বাংলার ঘুমন্ত বাঙ্গালিরা জাগো,
জননীর কানে বলে
এসো বিদায় দাও মাগো।
এখন যে ঘুমিয়ে থাকার সময় নয়,
নয়ত ভীনদেশিদেরই হবে জয়।
সেদিন সেই ঘুমন্ত বাঙ্গালিদের ঘুম ভাঙবে
স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা কঠিন-
এই কথাটি তারা যেদিন জানবে।
ঘুমের মধ্যে তারা স্বপ্নে মগ্ন থাকে,
কত ফুল ফোটে রাস্তার আঁকে বাঁকে।
বাঙ্গালিরা বোঝেনা স্বাধীনতার মর্ম,
এমন বাঙ্গালির কেন হয়ছিল জন্ম।
জাগো জাগো জাগো
বাংলার ঘুমন্ত বাঙ্গালিরা জাগো,
জননীর কানে বলে এসো
বিদায় দাও মাগো।