কারিগরি শিক্ষার বার্তা নিয়ে অনলাইন নিউজ পোর্টাল `পলিটেকনিক বার্তা`র জন্য দেশের সকল পলিটেকনিক, টিএসসি থেকে ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগে আবেদন আহ্বান করা হচ্ছে। এক্ষেত্রে যারা উদ্যমী, সবসময় নতুনত্বকে পছন্দ করেন, তথ্য ও সত্যকে আবিষ্কার করতে চান, ক্যাম্পাসের সমস্যা ও দুর্ভোগ নিয়ে কথা বলতে চান, কারিগরি শিক্ষা নিয়ে বলতে চান এবং স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে পারদর্শী মূলত তাদের কাছ থেকেই আমরা এই আবেদন আহ্বান করছি।