“সম্পূর্ণ পোস্টটি পড়ুন”
নিয়োগ…
শিক্ষকতায় আগ্রহী, কম্পিউটারে ডিপ্লোমা ইঞ্জিয়ারিং করেছেন এমন কেউ থাকলে সরাসরি আমার ইনবক্সে নাম, ঠিকানা, পলিটেকনিক, মোবাইল নাম্বার পাঠিয়ে রাখুন। ( যারা SMS দিয়েই তাড়াহুড়া করবেন, তাদেরকে ইনবক্স না করার অনুরোধ করছি)।
প্রতিষ্ঠানঃ নাটোরে (প্রাইভেট পলিটেকনিক)
বেতনঃ প্রথম অবস্থায় কম (৬ মাস পর বাড়ানো হবে)
★★★ যেতেতু বেতন কম সেহেতু নাটোরের বা উত্তরবঙ্গের থাকলে ভালো হয়।
তবে আগ্রহী থাকলে যেকোন যায়গার হলেও চলবে।
★★★ বিস্তারিতো সব লিখা আছে যার শুধুমাত্র চাকুরিটা দরকার সে ইনবক্স করুন।
★★★ বেকার ছাত্র-ছাত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছি, সেজন্য পোস্টগুলু করা, আমি চাই একজন বেকারের কর্মসংস্থান হোক, হাসি ফুটুক একটি পরিবারে।
★★★বেতন কম কেন এমন কমেন্টস না করার অনুরোধ করছি, কারণ আমার নিজের কোন প্রতিষ্ঠান নেই, তাই তাদের শর্তগুলো মেনেই আমাকে পোস্টগুলু করতে হয়।
★★ আমি আছি, Call me, কমেন্টসে নিজের মোবাইল নাম্বার দেওয়া থেকে বিরত থাকুন।
” বেকার ছাত্র-ছাত্রীদের পাশে আছি, থাকবো”
“সকলের সহযোগীতা চাই”
বিঃদ্রঃ অবশ্যই তৌহিদ স্যার কে জানিয়ে সিভি দিতে হবে।
সূ্ত্রঃ তৌহিদ স্যার এর সময়ক্রম হতে নেওয়া।