পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের সাব পোস্ট অফিসে টাকা পাঠানোর মোবাইল একমাস ধরে নষ্ঠ হয়ে বন্ধ আছে। আজব! ওরা নাকি বেসরকারী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে জনগণের সেবা করবে। সাব পোস্ট মাস্টার জনাব রনজিৎ শীল বলেন হেড অফিসে রিমাইণ্ডার দিলেও এখনও মোবাইল ঠিক হয়ে আসে নাই। তাই টাকা পাঠাতে এসে ধোকা খেলাম। ভাড়া ও সময় দুটিরই অপচয় হল। আমার এই ক্ষতিপূরণ কে দিবে যথাযথ কর্তৃপক্ষের জবাব চাই।
সূত্রঃ হুমায়ন কবির স্যার এর ফেসবুক টাইমলাইন