ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের পরীক্ষার রুটিন প্রকাশ।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভূক্ত ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্ব নিয়মিত ও ৪র্থ, ৬ষ্ঠ পর্ব অকৃতকার্য বিষয় এবং ২০১০ প্রবিধানভূক্ত ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম পর্ব অকৃতকার্য বিষয় এবং ৮ম পর্ব (২০১০ ও ২০১৬ প্রবিধানভূক্ত) অনিয়মিত পরীক্ষা-২০২০ এবং ডিপ্লোমাইন-ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভূক্ত ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্ব সমাপনী এবং ৪র্থ, ৬ষ্ঠ পর্বের অকৃতকার্য বিষয়ের পরীক্ষা-২০২০ এর সময়সূচি নিম্নে উল্লেখ করা হলাে। উল্লেখ্য যাদের মেকাপ বিষয় আছে তাদেরকেও এই সময়সূচী অনুসরণ করতে হবে।