মাগুরা পলিটেকনিকে শোভা নাজনীন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন “মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের” ছাত্র ছাত্রীরা।
শিক্ষার্থীরা বলেন “মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের” কম্পিউটার ডিপাটমেন্টের মেধাবী ছাত্রী “শোভা নাজনীন” আমাদের বোন কে যৌতুক চেয়ে না দেওয়ায় র্নিমম ভাবে হত্যা করা হয়েছে।
এ সময় তারা “শোভা নাজনীন” এর হত্যাকারী স্বামী রবিউল ইসলামের দৃষ্টান্ত মূল শান্তির দাবি জানায়।