ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ২০১৯ – ২০২০ সেশনের প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।গত ২৯ আগষ্ট থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করা যাচ্ছে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৯ – ২০২০ সেশনে মেটারিয়াল এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং নামে নতুন বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে।নতুন এ বিভাগে আসন সংখ্যা ৩০ টি।
প্রথম বর্ষের মোট ৬৬০ টি আসন রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২০ টি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২০ টি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২০ টি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২০ টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ টি, আর্কিটেকচার ৩০ টি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং ৩০ টি, কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং ৩০ টি এবং মেটারিয়াল এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং ৩০ টি আসন রয়েছে।
উল্লেখ্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধু মাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং,ডিপ্লোমা ইন আর্কিটেকচার ও ডিপ্লোমা ইন এগ্রিক্যালচারের শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
সংগৃহীত : তৌহিদ স্যারের সময়ক্রম থেকে