সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামী ২৪ মে সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে পলিটেকনিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ মানববন্ধনকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ পলিটেকনিক সাধারন ছাত্র জোট।
পলিটেকনিক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। এসব শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে পরিবারের হাল ধরতে হয়। এভাবে বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে সাধারণ শিক্ষার্থীদের দুর্দশা চরমে পৌঁছেছে। তাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ পরিস্থিতিতে আন্দোলনে যাওয়া ছাড়া সামনে কোনো পথ খোলা নেই বলে শিক্ষার্থীদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখপাত্র ও বাংলাদেশ পলিটেকনিক সাধারণ ছাত্র জোট এর আহ্বায়ক মেহেদী হাসান লিমন বলেন, সরকার বেস কয়েকবার আস্বাস দিয়েছে আমরা দেখেছি এবং মেনে নিয়েছি। আর নয়। নিজ নিজ জেলা শহরের আন্দোলনে যোগ দিন আপনারা।
College khola cai…na hole ei sorkar er poton korbo insallah