নিয়ন টেস্টারঃ এটি বিদ্যুৎ এর উপস্থিতি নির্ণয় করার জন্য ব্যাবহার করা হয়।
ইলেকট্রিক্যাল এর কাজে এর গুরুত্ব অপরিসীম।
এটির গায়ে লিখা থাকে কত- কত ভোল্ট পর্যন্ত এটি কাজ করবে, সাধারণত 100-500V A.C এর নিয়ন টেস্টার আমরা ব্যাবহার করে থাকি।
এর মানে হলো এটি 100-500V A.C তে ব্যাবহার করা যাবে, 100V এর কম ভোল্টেজ এর জন্য প্রযোজ্য হবেনা এবং 500V এর বেশী হলে সেখানেও ব্যাবহার করা যাবেনা, A.C( অল্টারনেটিং কারেন্ট) হতে হবে।
★★★ যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত এবং যাদের এখনও নিয়ন টেস্টার নাই তাদেরকে একটি নিয়ন টেস্টার কেনার পরামর্শ দিচ্ছি।
ধন্যবাদ সকলকে।
মোঃ তৌহিদুজ্জামান,
জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)
অ্যাসেসর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।