করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর কয়েক ধাপে বাড়ানোর পর সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি অব্যাহত থাকবে ৩০ জানুয়ারি পর্যন্ত। এরইমধ্যে গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। স্থবির রয়েছে ক্লাস-পরীক্ষার মতো নিয়মিত শিক্ষা কার্যক্রম।
এছাড়া এইচএসসিতে অটোপাস দেওয়ার জন্য চলতি সপ্তাহে জাতীয় সংসদ অধিবেশনে আইনের সংশোধনের জন্য বিল উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এটি পাস হলে আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা করা হবে। আজকালের মধ্যেই বিলটি পাস হতে পারে। তবে এখন আলোচনার শীর্ষে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইস্যু। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিও ক্রমেই জোরালো হচ্ছে।
আজিজুল হক