বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের নাম (বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড-বিটিইবি) ও লোগো ব্যবহার করে অননুমোদিতভাবে খোলা সকল ফেসবুক পেজ বন্ধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটে চিঠি দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যার স্বাক্ষরে ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নামে খোলা অননুমোদিত ফেসবুক পেজসমূহ বন্ধকরণ’ শীর্ষক চিঠিটি (স্মারক নং-৫৭.১৭.০০০০.৪০৪.২৯.৯৯.২১) গত মঙ্গলবার ডিবির উপ-পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়। শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একমাত্র অনুমোদিত ফেসবুক পেজ হলো-http://www.facebook.com/bteb,admin। এ ক্ষেত্রে কারিগরি শিক্ষাবোর্ডের নামে অননুমোদিতভাবে খোলা সকল ফেসবুক পেজ বন্ধ করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।