মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিরুলিয়া, সাভারে অবস্থিত রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি-এ আকস্মিক পরিদর্শন করেন Bangladesh Association of Construction Industry (BACI)’র চিফ কো-অর্ডিনেটর প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান। এসময়ে তিনি বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত BACI-SEIP প্রকল্পের আওতায় পরিচালিত চলমান ফ্রি প্রশিক্ষন কার্যক্রম পর্যবেক্ষন করেন।
ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স, স্টিল বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন (রড বাইন্ডিং), প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং এবং মেশনারি এই চারটি ট্রেডে চলমান প্রশিক্ষণ কার্যক্রম দেখে সন্তুষ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ সরকারের সহায়তায় বিনামূল্যে অত্র প্রতিষ্ঠানে এসব প্রশিক্ষণ দেওয়া হয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রিসডা বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ হেমায়েত হোসাইন, ম্যানেজার অপারেশন মোঃ মোজাম্মেল হোসেন মাসুদ, ম্যানেজার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট মোঃ রাশেদুজ্জামান এবং এসিস্টেন্ট ম্যানেজার (প্রশাসক) মোঃ জামাল উদ্দিন।