8 দফা দাবি আদায়ের লক্ষে আবার ও সারাদেশে ন্যায় রাজপথে শান্তিপূর্ণ আন্দলোনে মৌলভীবাজার পলিটেকনিক শিক্ষার্থীদের উপর দূর্বৃত্তদের হামলা। এ সময় দূর্বৃত্তদের হামলায় পলিটেকনিক এর কয়েক জন শিক্ষার্থী আহত হয় । মঙ্গলবার সকাল ১০টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে তারা একত্র হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে চৌমুহনায় গিয়ে অবস্থান নেন।
যেখানে এইসএসসি পরীক্ষার মতো বড় পাবলিক পরীক্ষাগুলোতে অটো প্রমোশন দেওয়া হয়েছে কিন্তু তাদের কোন ধরনের ক্লাস ছাড়াই পরীক্ষার রুটিন দিয়ে দেয়া সহ আরো 8 দফা দাবি আদাইযের লক্ষে তারা এই আন্দলনে নেমেছেন বলে জানিয়েছে আন্দলনকারী শিক্ষার্থীরা ।
শিক্ষার্থীরা তাদের আন্দলনের অংশ হিসাবে যখন বিক্ষোভ মিছিল নিয়ে মৌলভীবাজার চৌমুহনায় চত্তরে এসে যখন তারা সড়কে অবস্থান করতে চেষ্ট করে তখন একদল দূর্বৃত্ত এসে তাদের উপর হামলা চালায় তখন বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় ।শিক্ষার্থীরা বলেন যারা এ শান্তি পূর্ণ আন্দলনে বাধা ও হামলা করেছে তাদেরকে তারা সনাক্ত করতে তারা তাদের শাস্তির দাবি করেন । তারা জানায় তাদের কয়েক জন সহপাঠী আহত হয়েছেন। শিক্ষার্থীরা তাদের 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দলন করে যাচ্ছে ।আন্দোলনে অংশ নেওয়া পলিটেকনিক শিক্ষার্থীরা জানান ।
তাদের দাবিগুলো হলোঃ
১. কোন ভাবেই ইয়ার লস মানি না এবং স্থগিত দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলোকে অটোপাস
২. ১ম, ২য়,৩য়, ৫ম, ও ৭ম পর্বের ক্লাস চালু করে, শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে।
৩. সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করে এবং বেসরকারী পলিটেকনিক ফি অর্ধেক করা।
8. সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ছাত্রদের জন্য আসন বরাদ্দ করতে হবে।
এছাড়া আন্দোলনে শিক্ষার্থীরা তাদের প্রতি সরকারের বিশেষ নজরদারির জন্য অনুরোধ করে।আর এই দাবি মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।
ইমতিয়াক রহমান রিফাত / মৌলভীবাজার প্রতিনিধি
ভাই পলিটেকনিকেল খোলার কোন নোটিস আছে