উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে। এই পদে নিয়োগ দেবে আরডিআরএস বাংলাদেশ। উক্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের সিভি জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেতে এখনি আবেদন করে ফেলুন।
পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল
খালিপদঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস। কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ মাসিক ২৫,০০০-৩০,০০০ টাকা
কাজের দায়িত্ব
- বৈদ্যুতিক তারের নিয়ন্ত্রণ, আলো ব্যবস্থাপনা ইন্সটল, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ করা।
- প্রযুক্তিগত ডায়াগ্রাম এবং ব্লু-প্রিন্ট পড়া।
- আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং গুলোর সাধারণ বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজ করা।
- ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকে নজর দেওয়া।
- পরীক্ষন ডিভাইস গুলো ব্যবহার করে বৈদ্যুতিক সমস্যা সমাধান করা।
- বৈদ্যুতিক তার বা ফিক্সচারগুলি মেরামত ও প্রতিস্থাপন করা।
- বৈদ্যুতিক উপাদান গুলি মেরামত ও রক্ষণাবেক্ষণে দক্ষ হতে হবে।
- জাতীয় বৈদ্যুতিক কোড এবং স্থানীয় বিল্ডিং তৈরির আইনগুলো অনুসরণ করা।
- জেনারেটর এবং লিফট নিয়মিত পরিক্ষা করা।
- এয়ারকন্ডিশন সিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান থাকা।
- বিভিন্ন পরিক্ষার যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান থাকা।
- দৈনিক ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির রেকর্ড রাখা।
- প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত যেকোনো কাজ নিজ দায়িত্বে পালন করা।
- প্রতিষ্ঠানকে নিয়মিত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
- প্রতিষ্ঠানের মান, নিয়ম, সংস্কৃতি মেনে চলা।
অভিজ্ঞতার স্থানঃ নিম্নোক্ত বিষয়ে অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবে। যেমন, ইলেকট্রিক্যাল যেকোন কাজ, জেনারেটর মেইনটেন্যান্স, লিফট মেইনটেন্যান্স, এয়ারকন্ডিশন মেইনটেন্যান্স ইত্যাদি।
কাজের স্থানঃ ঢাকা, রংপুর
আবেদনের শেষসময়ঃ ০১ জানুয়ারি ২০২১ ইং
কোম্পানি সম্পর্কে
RDRS Bangladesh ঠিকানা: RDRS Bangladesh, House no.43, Road no. 10, Sector 6, Uttara, Dhaka Web:www.rdrsbangladesh.org
bdjobslab
এ জাতীয় আরো খবর..