বিগত সালের চাকরির পরীক্ষায় আশা মেকানিক্যাল এর ৪০ টি প্রশ্নোত্তর দেখে নিন।
১। রোধ থার্মোমিটারকে বলা হয়—-
(ক) পাইরোমিটার
(খ) থার্মোকাপল
(গ) বাইমেটালিক থার্মোমিটার
(ঘ) RTD
২। 32mm ব্যাসের একটি জবকে লেদ মেশিনে টার্নিং করতে কত rpm প্রয়োজন হবে, যদি কাটিং স্পিড 25m/min হয়?
(ক) 148rpm
(খ)48rpm
(গ)800rpm
(ঘ)248rpm
৩। ইঞ্জিনের কোন অংশকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়?
(ক) ফ্লাইহুইল
(খ) ভালভ
(গ) ক্র্যাংকশ্যাফট
(ঘ) ক্যামশ্যাফট
উত্তরঃ (গ) ক্র্যাংকশ্যাফট
৪। একটি পাওয়ার প্লান্টের সর্বোচ্চ ডিমান্ড 100kW এবং এর বাৎসরিক লোড ফ্যাক্টর 0.3 হলে, এক বছরে উৎপাদিত মোট শক্তির পরিমান—-
(ক) 362.8 MWh
(খ)300MWh
(গ)233.3 MWh
(ঘ)262.8 MWh
৫। পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কত হয়?
(ক) 10.1
(খ)12.18
(গ)18.22
(ঘ)সবকটি
৬। ড্রিলিং মেশিন দ্বারা কোন অপারেশনটি সম্পাদন করা যায়?
(ক) কাউন্টার সিংকিং
(খ) নার্লিং
(গ) ফেসিং
(ঘ) স্লট কাটিং
উত্তরঃ (ক) কাউন্টার সিংকিং
৭। ডিজেল ইঞ্জিন একটি—
(ক) অন্তর্দহন ইঞ্জিন
(খ) বহির্দহন ইঞ্জিন
(গ) গ্যাস ইঞ্জিন
(ঘ) উভয় ইঞ্জিন
উত্তরঃ (ক) অন্তর্দহন ইঞ্জিন
৮। কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে?
(ক) বিমান ইঞ্জিনে
(খ) রকেট ইঞ্জিনে
(গ) ডিজেল ইঞ্জিনে
(ঘ) পেট্রোল ইঞ্জিনে
উত্তরঃ (ঘ) পেট্রোল ইঞ্জিনে
৯। থার্মোডাইনামিকস এর প্রথম সূত্র কী আলোচনা করে?
(ক) তাপের রুপান্তর
(খ) ভরের রুপান্তর
(গ) বলের রুপান্তর
(ঘ) শক্তির রুপান্তর
উত্তরঃ (ঘ) শক্তির রুপান্তর
১০। বয়লারে চেক ভালভ কয়টি থাকে?
(ক)৪টি
(খ) ৬টি
(গ) ১টি
(ঘ) ২টি
১১। পেট্রোল ইঞ্জিনের জন্য কম্প্রেশন রেশিও—-
(ক) ৩ থেকে ৬
(খ) ১৫ থেকে ২০
(গ) ৫ থেকে ৮
(ঘ) ২০ থেকে ৩০
১২। সেলফ-স্টার্টিং সিস্টেমের মোটরটি হয়—
(ক) এসি মোটর
(খ) ডিসি মোটর
(গ) শান্ট মোটর
(ঘ) সিরিজ মোটর
১৩। Cutting Fluid ব্যবহার করা হয় কেন?
(ক) ভালো ফিনিসিং-এর জন্য
(খ) সব কয়টি
(গ) টুলকে ঠান্ডা রাখার জন্য
(ঘ) কর্ম বস্তুকে ঠান্ডা রাখার জন্য
১৪। Engine -এর কোন অংশটি Column হিসেবে বিবেচনা করা হয়?
(ক) Crankshaft
(খ) Camshaft
(গ) Connecting rod
(ঘ) Pointon
উত্তরঃ (গ) Connecting rod
১৫। ১০০ কেজি ভরের উপর কত বল প্রয়োগ করলে ৫ মি/সে ত্বরণ সৃষ্টি করবে?
(ক) 20 N
(খ) 100 N
(গ) 500 N
(ঘ) কোনোটিই নয়
১৬। Petrol-এর Specific Gravity কোনটি?
(ক) 0.75
(খ) 0.85
(গ) 0.95
(ঘ) 1.25
১৭। একটি ডিজেল ইঞ্জিন একটি পেট্রোল ইঞ্জিনের তুলনায় —
(ক) অধিক কর্মক্ষম
(খ) কম কর্মক্ষম
(গ) সমান কর্মক্ষম
(ঘ) কোনোটিই নয়
১৮। পেট্রোল ইঞ্জিনের এয়ার-ফুয়েল রেশিও নিম্নের কোনটির সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়?
(ক) ফুয়েল পাম্প
(খ) গভর্নর
(গ) ইজেক্টর
(ঘ) কার্বুরেটর
১৯। অটোমোবাইল ব্যাটারি ক্ষমতা সাধারণত প্রকাশ করা হয়—
(ক) ভোল্টে
(খ) অ্যাম্পিয়ারে
(গ) ওজনে
(ঘ) অ্যাম্পিয়ার আওয়ারে
উত্তরঃ (ঘ) অ্যাম্পিয়ার আওয়ারে
২০। একটি স্বাভাবিক ইনলাইন ৪ সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট কয়টি ব্যালেন্স ওয়েট থাকে?
(ক) ১২
(খ) ৪
(গ) ৮
(ঘ) ১৬
২১। স্টেইনলেস স্টিল ও মরিচা প্রতিরোধে মূলত ব্যবহৃত অ্যালয়টি হলো—
(ক) সিলিকন
(খ) ম্যাঙ্গানিজ
(গ) কার্বন
(ঘ) ক্রোমিয়াম
২২। কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রুপান্তরিত করেছে?
(ক) গ্যালভানোমিটার
(খ) ডায়নামো
(গ) হাইড্রোমিটর
(ঘ) জাইরোস্কোপ
২৩। স্যান্ড মোল্ডিং-এ ব্যবহৃত মোল্ডের নিচের অংশ কোনটি?
(ক) Cope
(খ) Cheek
(গ) Drag
(ঘ) কোনোটিই নয়
২৪। ডিজেল ইঞ্জিনে জ্বালানি প্রজ্বলন হয়—
(ক) স্পার্ক দ্বারা
(খ) ছিটানো জ্বালানি দ্বারা
(গ) সংকোচন ঘাতে উৎপাদিত তাপ দ্বারা
(ঘ) Ignitor দ্বারা
উত্তরঃ (খ) ছিটানো জ্বালানি দ্বারা
২৫। কোনটি ইঞ্জিনের কুলিং সিস্টেমের অংশ নয়?
(ক) রেডিয়েটর
(খ) ওয়াটার জ্যাকেট
(গ) থার্মোস্ট্যাট
(ঘ) কার্বুরেটর
উত্তরঃ (ঘ) কার্বুরেটর
২৬। ওয়েল্ডিং জয়েন্টের অধ্বংসাত্মক (NDT) টেস্ট কোনটি?
(ক) টেনসাইল টেস্ট
(খ) আল্ট্রাসনিক টেস্ট
(গ) বেন্ড টেস্ট
(ঘ) ইম্প্যাক্ট টেস্ট
উত্তরঃ (খ) আল্ট্রাসনিক টেস্ট
২৭। টলারেন্স কত প্রকার—
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তরঃ (ক) ২
২৮। কোনটি হট ওয়ার্কিং প্রসেস?
(ক) রোলিং
(খ) ড্রয়িং
(গ) ফোজিং
(ঘ) সবগুলো
২৯। মোমেন্ট অব ফোর্স এর সূত্র হলো–
(ক) বল + লম্ব দূরত্ব
(খ) বল × লম্ব দূরত্ব
(গ) বল × কৌণিক দূরত্ব
(ঘ) বল + কৌণিক দূরত্ব
উত্তরঃ (খ) বল × লম্ব দূরত্ব
৩০। যে যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম কী?
(ক) টেকোমিটার
(খ) অ্যাভোমিটার
(গ) ব্যারোমিটার
(ঘ) ওহমমিটার
৩১। পেট্রোল ইঞ্জিনের তাপীয় দক্ষতা–
(ক) ১২%
(খ) ৩০%
(গ) ৫৫%
(ঘ) ৭২%
৩২। কোনটি কাটিং টুলস ম্যাটেরিয়ালস নয়?
(ক) ডায়মন্ড
(খ) সিলিকন কার্বাইড
(গ) সিমেন্টেড কার্বাইড
(ঘ) মাইল্ড স্টিল
৩৩। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
(ক) সোডিয়াম
(খ) পটাশিয়াম
(গ) ম্যাগনেশিয়াম
(ঘ) জিঙ্ক
৩৪। ট্রান্সফরর্মারে কী সাপ্লাই প্রয়োগ করা হয়?
(ক) ডিসি সাপ্লাই
(খ) সেলুলার সেল
(গ) এসি সাপ্লাই
(ঘ) কোনোটিই নয়
৩৫। পেট্রোল ইঞ্জিনের কমপ্রেশন রেশিও ডিজেল ইঞ্জিনের তুলনায় —
(ক) কম
(খ) বেশি
(গ) তুলনাহীন
(ঘ) কোনোটিই নয়
৩৬। পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম কী?
(ক) র্যাংকিন সাইকেল
(খ) স্টারলিং সাইকেল
(গ)অটো সাইকেল
(ঘ) জুল সাইকেল
৩৭। 100kg ভরের একটি বস্তুর উপর একটি বল কাজ করে 5m/s2 ত্বরণ সৃষ্টি করলে বলের মান কত?
(ক) 500kN
(খ) 500MN
(গ) 500mN
(ঘ) 500N
৩৮। Brake Fluid-এর প্রধান কাজ কোনটি?
(ক) Lubrication
(খ) Power transmission
(গ) Cooling
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) Power transmission
৩৯। একটি Refrigeration চক্রে Refrigerant তাপ বর্জন করে কোন যন্ত্রাংশে?
(ক) Compressor
(খ) Condenser
(গ) Evaporator
(ঘ) Expansion valve
৪০। যখন একটি বিন্দুতে শিয়ার ফোর্স শূন্য, তখন সেই বিন্দুতে বেন্ডিং মোমেন্ট হয় –
শূন্য
সর্বনিম্ন
সর্বোচ্চ
অনন্ত
উত্তরঃ গ) সর্বোচ্চ