মাধ্যমিক স্তরে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন নাকি অটো পাস হবে এসব প্রসঙ্গে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বুধবার দুপুর ১২টায় ভার্চুয়াল প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদ বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন হবে কিনা বা হলে কীভাবে করা হবে নাকি অটো পাস হবে শিক্ষামন্ত্রী এসব বিষয় নিয়ে কথা বলবেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন মন্ত্রী। মন্ত্রণালয়ের কোন গাইড লাইন কিংবা স্বাস্থ্য বিশেষজ্ঞদের কোন পরমার্শ থাকলে এসব বিষয় নিয়েও কথা বলতে পারেন শিক্ষামন্ত্রী দীপু মনি।