ক্যাম্পাস প্রতিনিধিঃ আবু বকর
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট একটি শিক্ষা বান্ধব প্রতিষ্টান।
অবস্থানঃ
এটির অবস্থান বব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক গ্রামের অন্তরগামী ঢাকা সিলেট হাইওয়ে রোডের পশ্চিম পাশে।
কীভাবে আসবেনঃ
নতুনদের জন্যে এই প্রতিষ্টানে আসতে হলে
সিলেটের দিগথেকেঃ
সিলেট থেকে মাধপুরে আসতে হবে। তার পরে সিএনজি অথবা দিগন্ত বাসে করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকে নামতে হবে।
ঢাকা/কুমিল্লা /চট্রগ্রামের দিগ থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে আসতে হবে। তারপরে বাস অথবা সিএনজিতে করে ইসলামপুর নামক গ্রামে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের নাম বললেই আপনাকে নামিয়ে দিবে।
এভাবেই ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে আসতে পারেন।
আমাদের ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে কোন ছাত্র/ছাত্রীবাস বা হোস্টেল নেই। আসে পাশে মেস ভাড়া করে থাকতে হবে। সেটি ছেলে মেয়ে উভয়কেই।
তবে মনে রাখতে হবে, শিক্ষা প্রতিষ্টানের কোন ব্যেক্তি/কর্মচারী কোন ছাত্র ছাত্রীকে মেসে ঠিক করে দিবে না।
★মেস কোথায় পাবেন?
ক্যাম্পাসের পাশের গ্রাম ইসলামপুরে মেস পাওয়া যাই, এবং মাধবপুরেও মেস পাওয়া যায়।
বিঃদ্রঃ ইসলামপুর গ্রাম এলাকা।
★কি করম খরচ হবে?
প্রথম মাসে ৭-৮ হাজার।( সব মিলিয়ে)
তারপর থেকে. (আনুমানিক খাওয়া ১৮০০+ বাসাভাড়া ১০০০+ নিজের খরচ ৫০০)=৩৩০০ /৩৫০০/৪০০০ সর্বোচ্চ টাকা লাগতে পরে।
মেয়েদের ব্যাপারে কলেজের মেম অথবা সিনিয়র আপুদের সাথে যোগাযোগ করবেন।
কি কি লাগবে প্রথম মাসেঃ
★ বই কিনতে হবে।
★ হাট, টেবিল কিনতে হবে।
★ নিজের প্রয়োজনীয় সকল সামগ্রী নিতে হবে।
★ ড্রেস কিনতে হবে।
★ ডিপার্টমেন্ট ভিত্তিক সামগ্রী ক্রয় করতে হবে। যেমনঃ কম্পিউটার ডিপার্টমেন্টের জন্যে কম্পিউটার।
কাদের সাথে থাকতে দিবেন ছেলেকে?
★ কোন বড় ভাইয়ের চেহারা দেখেই তার মেসে আপনার সন্তানকে দিবেন না। অনেক যাচাই বাচাই করে দিবেন।
★ মেসের পরিবেশ দেখে সন্তানকে ঐ মেসে দিবেন।
★ কোন প্রকার দালাল ধরে মেস নিবেন না।
★ প্রতিস্টানের কোন কর্মিদের দেখানো মেসে দিলে যাচাই করে দিবেন।
মেসে থাকতে কোন চাদা বা অন্যকোন টাকা লাগে না।
যদি কেউ চাই অভিযোগ করবেন।
মেয়েদের বিষয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকে মেয়েদের কোন কোন হোস্টেল নেই। যার জন্যে আপনার মেয়েকে কোন ব্যাক্তিগত মেসে দিতে হবে। মেয়েদের মেস ঠিক করার ব্যাপারটা অভিবাবক নিশ্চিত করতে হবে।
মেয়েদের খরচ প্রায় ছেলেদের মতই হবে।
অভিবাবকদের জন্যে সতর্কতাঃ
★মেসের বেশিরভাগ ছেলেরাআ মাদকে আসক্ত হয়ে পরে।
★★★সর্বপরি জানতেঃ★★★
আবু ককর
ক্যাম্পস প্রতিনিধি।
polytechnic barta.com
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট।
ফোনঃ 01304708280