এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরিস্থিতি অনুকূলে এলেই সব প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে আন্তজার্তিক মার্তৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেয়া হবে। জেএসসি পরীক্ষার বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নিয়ে পর্যালোচনা চলছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সংসদ টিভিতে ক্লাস লেকচারের আওতায় বেশিরভাগ শিক্ষার্থী এসেছে। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে এই লেকচার দেখার আহ্বান শিক্ষামন্ত্রীর।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গত ১৭ আগস্ট সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, আমরা কাছাকাছি সময়ে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করি। ২৫ তারিখের (আগস্ট) পরে আমরা এক সময় ঘোষণা করবো। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল খোলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যখনই আমরা ক্লিয়ারেন্স পাবো তখনই জানাবো।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ এড়াতে ১৭ মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েকবার এই ছুটি বাড়িয়ে এখন ৩১ আগস্ট পর্যন্ত সাধারণ ছুটি চলছে। ফলে বন্ধ হয়েছে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরীক্ষা গ্রহণ। এই পরিস্থিতিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে পাঠদান চালিয়ে নেওয়া হচ্ছে।