সুমাইয়া আক্তার মিমঃ আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল পলিটেকনিকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘র ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পন, ভার্চুয়াল প্লাটর্ফম ব্যবহার করে কবিতা আবৃত্তি, হামদ-নাত, চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগিতা, ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ, প্রকৌশলী মোঃ রুহুল আমিন, এবং উপাধক্ষ সহ প্রত্যেক বিভাগীয় প্রধান সহ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষকমন্ডলীগন উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পস্তবক অর্পণ শেষে শুরু করা হয় আলোচনাসভা। আলোচনাসভা শেষে ভার্চুয়াল প্লাটর্ফম এর মাধমে কবিতা আবৃত্তি, হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান কর্মসূচী সমাপ্ত করা হয়।