ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাংলাদেশ নৌবাহিনীতে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
PDF ডাউনলোড করুন
.
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার অনুমোদিত পলিটেকনিক ইন্সটিটিউট হতে নূন্যতম সিজিপিএ ৩.০০ সহ নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমাধারীঃ
ক) ইঞ্জিনিয়ারিং শাখাঃ ডিপ্লোমা ইন মেরিন/মেকানিক্যাল /পাওয়ার টেকনোলজি
খ) ইলেকট্রিক্যাল শাখাঃ ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল টেকনোলজি
গ) রেডিও ইলেকট্রিক্যাল শাখাঃ ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস টেকনোলজি
ঘ) অর্ডন্যান্স শাখাঃ ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল /মেকানিক্যাল টেকনোলজি।
পদের নামঃ ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার
মোট পদ সংখ্যাঃ অনির্দিষ্ট
বয়সঃ ১৮-৩০ বৎসর
নূন্যতম শারীরিক যোগ্যতাঃ
ক) উচ্চতাঃ ৫’-৪”
খ) বুকের মাপঃ ৩০”-৩২” (সম্প্রসারণ ২”)
গ) ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী
ঘ) চোখের দৃষ্টিঃ ৬/৬
আবেদন ফিঃ ২০০/- টাকা
অনলাইনে আবেদনের শেষ সময়ঃ ৩০ আগস্ট, ২০২০
আবেদন প্রক্রিয়ার লিংক : joinnavy.navy.mil.bd