২০২০-২০২১ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কোর্সে ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালার আওতায় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন টুরিজম অ্যান্ড হসপিটালিতি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ২ বছর মেয়াদী এইচএসসি বিএম, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এবং একবছর মেয়াদি সার্টিফিকেট কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়।