দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩,১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৭৪,৮৬৫। এসময়ে এ ভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১,০১২ জনের।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ স্বাস্থ্য বুলেটিন অনলাইনে সরাসরি সম্প্রচার হয়।