ইতিহাস : বিশ্বের প্রতিটি রাষ্ট্রের উন্নয়নের পিছে রয়েছে সে দেশের দক্ষ জনশক্তি। আর এ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে সে দেশের কারিগরি শিক্ষা। এদিক থেকে বাংলাদেশও পিছিয়ে নেয়। এ লক্ষে ১৯৫৪ সালে গঠিত হয় ”বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ”এই শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত হয় ৪৯টি সরকারি পলিটেকনিক,টিএসসি সহ প্রায় শতাধিক বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। “শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট “তার মধ্যে অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ভাতশালায় শেরপুর-ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশে অবস্থিত।পলিটেকনিকটি প্রায় ৩একর উপর স্থাপিত যা ২০০৪ সালে যাত্রা শুরু করে।সরকারি এ প্রতিষ্ঠানটিতে কয়েক হাজার ছাত্র-ছাত্রী সহ প্রায় কয়েকশত দক্ষ,শিক্ষিত,বিঙ্গানমনস্ক, _ শিক্ষক,শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়।প্রতিষ্ঠানটি ৪টি বহুতল ভবন নিয়ে গঠিত যার ২টিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং অপর ২টিতে ল্যাবের কাজ পরিচালনা করা হয়।প্রতিষ্ঠানটিতে প্রার্থনার উপাসনালয়সহ রয়েছে একটি সুসজ্জিত লাইব্রেরী। এছাড় ক্যাম্পাসটিতে রয়েছে একটি বিশাল মাঠ,মনোমুগ্ধকর ফুলের বাগান,মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে শহিদমিনার,মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গোবন্ধু শেখ মুজিবর রহমানের একটি প্রতিকৃতি। ক্যাম্পাসটির একটি বিশেষ গুণ হচ্ছে-ক্যাম্পাসটি কোলাহল,ধুমপান মুক্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত যা শিক্ষার জন্য একটি যুগোপযুগি প্রতিষ্ঠান।
#শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ।
#কারিগরি শিক্ষা নিলে,কর্ম বিশ্বজুড়েকর্ম মিলে।তাছড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার,উদ্ভাবন,অনুষ্ঠান,জাতীয় দিবস সহ সকল কার্যক্রম সরকারি নির্দেশন মোতাবেক করে থাকে।
▪টেকনোলোজি ও আসনসংখ্যা ঃ-প্রতিষ্ঠানটিতে ৫টি বিভগ এবং ২টি শিফট রয়েছে।
★সিভিল(১০০ জন)
★ইলেকট্রিক্যাল (১০০জন)
★ইলেকট্রনিক্স(১০০ জন)
★এনভায়রনমেন্ট (১০০ জন)
★কম্পিউটার (১০০জন)
ক্লাশের সময়সূচী
🔹১ম শিফট সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত।
🔹২য় শিফট দুপুর ২টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত।
ভর্তির যোগ্যতা
🔹এসএসসি/দাখিল/ভোকেশনাল /সমমানের পরিক্ষায়
উত্তীর্ণ সকল শিক্ষার্থী ভর্তির জন্য অাবেদন করতে পারবেন।
তবে অাবেদনের ক্ষেত্রে উক্ত পরিক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫০ এবং সাধারন গনিত বিষয়ে নুন্যতম জিপিএ-৩ পেতে হবে। অাবেদন করার পর কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক মেধা তালিকা অনুসারে ভর্তির কার্যক্রম সম্পাদন হবে।
শিক্ষাব্যবস্থা
🔹এখানে মোট শিক্ষাবর্ষ অাটটি সেমিস্টার
নিয়ে গঠিত। প্রতি শিক্ষাবর্ষে ২ সেমিস্টার এর সমন্নয়।
পড়াশুনা ব্যায়
🔹সরকারি প্রতিষ্ঠান বিধায় অন্যান্য বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠানের তুলনায় এখানে পড়াশুনার
ব্যায় তুলনামুলক কম।
ছাত্র-সংগঠনঃ- ১।পলিটেকনিক স্টুডেন্ট এসোসিয়েশন, শেরপুর পলিটেকনিক শাখা।
২।বাংলাদেশ ছাত্রলীগ, শেরপুর পলিটেকনিক শাখা।[যা কার্যকর রয়েছে]
🔹অধ্যক্ষঃ- বর্তমানে প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন জনাব.ইন্জিনিয়ার . মো:সাখাওয়াত হোসেন।
🔸উপাধ্যক্ষঃ-অনুপস্থিত।
অন্যান্য সুবিধাসমূহ
🔹রাজনীতিমুক্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাস!
🔹রোভার স্কাউটসহ ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক সংগঠন রয়েছে।
🔹ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত!
🔹আধুনিক সরঞ্জামাদি সম্পন্ন প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা!
🔹আধুনিক লাইব্রেরী!
🔹 ইনডোর গেমস খেলার সুব্যবস্থা!
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য কিংবা শেরপুর পলিটেকনিক সম্পর্কে জানতে নিম্নোক্ত গ্রুপে জয়েন করুন-
ওয়েবসাইটঃ www.sherpurpoly.edu.bd
লেখাঃ-
সাজ্জাত শাকিল
ইলেকট্রনিক্স টেকনোলোজি,
১ম শিফট, সেশন ২০১৯-২০
শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট