কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি বৃহত্তম ও প্রসিদ্ধ পলিটেকনিক ইন্সটিটিউট। বাংলাদেশের সবচেয়ে পুরোনো পলিটেকনিক ইন্সটিটিউট গুলোর মধ্যে এটি অন্যতম এবং প্রথম আইসিটি বেসড পলিটেকনিক ইন্সটিটিউট। ২৫.৬ একর জায়গা নিয়ে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়।
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট কুমিল্লার ঐতিহ্যবাহী কোটবাড়িতে অবস্থিত। এর উত্তরে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা সেনানিবাস, দক্ষিণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বৌদ্ধ বিহার, ময়নামতি জাদুঘর ও কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (টিটিসি), পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পশ্চিমে কুমিল্লা ক্যাডেট কলেজ ও বার্ড অবস্থিত।
ক্যাম্পাসে রয়েছে তিনতলা বিশিষ্ট দুইটি ভবন এবং আটটি বড় ওয়ার্কশপ ভবন। মূল ভবনের সামনে রয়েছে শহীদ মিনার, সুদর্শন ফোয়ারা এবং বাম পাশে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে। প্রতিটি বিভাগের জন্য আলাদা ল্যাব ওয়ার্কশপ ছাড়াও রয়েছে অফিস, লাইব্রেরী, ল্যাবরেটরী এবং ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি অডিটোরিয়াম। এছাড়াও একটি ক্যান্টিন, একটি স্কুল, একটি মসজিদ, দুইটি পুকুর এবং একটি বড় খেলার মাঠ। প্রতিটি বিভাগের জন্য রয়েছে আলাদা করে প্রয়োজনীয় ইকুইপমেন্ট সমৃদ্ধ অনেকগুলো ল্যাব ও ওয়ার্কশপ। ছাত্রদের জন্য দুইটি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে। শহিদুল্লাহ আবু ইউসুফ খান ছাত্রাবাস এবং ময়নামতি আলমগীর ছাত্রাবাস।
কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটে মোট ছয়টি ডিপার্টমেন্ট রয়েছে –
সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি এবং পাওয়ার টেকনোলজি। প্রথম ও দ্বিতীয় শিফটে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়ে থাকে।
প্রতি শিফটে নিম্নোক্ত সংখ্যায় ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়ে থাকে –
সিভিল টেকনোলজি – ১০০ জন
ইলেকট্রিক্যাল টেকনোলজি – ১০০ জন
মেকানিক্যাল টেকনোলজি – ১০০ জন
কম্পিউটার টেকনোলজি – ১০০ জন
ইলেকট্রনিক্স টেকনোলজি – ১০০ জন
পাওয়ার টেকনোলজি – ১০০ জন
লেখাঃ
তৌহিদুল ইসলাম (সুজন)
কম্পিউটার টেকনোলজি,
২য় শিফট,সেশন ২০১৬-১৭
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট