বর্ষা প্রামাণিক
তোমার চোখদুটোকে স্বাধীনতা দাও,
যাতে যে সবটা জুড়ে মায়ের ব্যাকুলতা দেখতে পারে।
তোমার চোখদুটোকে স্বাধীনতা দাও,
যাতে যে সবটা জুড়ে বাবার শাসন দেখতে পারে।
তোমার চোখদুটোকে স্বাধীনতা দাও,
যাতে সে সবটা জুড়ে প্রেমিকার মৌনতা দেখতে পারে।
তোমার চোখদুটোকে স্বাধীনতা দাও,
যাতে সে সবটা জুড়ে বন্ধুদের বন্ধন দেখতে পারে।
তোমার চোখদুটোকে স্বাধীনতা দাও,
যাতে সে তোমার মাঝের জগতটা দেখতে পারে।
বর্ষা প্রামাণিক
ঢাকা বিশ্ববিদ্যালয়