মাসুদ পারভেজ
ক্ষ্মমতা অধিকার যেন বৈধ জন্মে;
শুধু চোরে চোরে মাস্তুত ভাই।
শান্তি-হিংসা একই ছাদে পালিত অথচ এদের বাপ-মা নাই।
সমাজ তাদের করেনা গ্রহণ- ধিক্কার করে সুশীলেরা।
তবুতো সেই সমাজেই আবার দীক্ষা নিচ্ছে যত লুটেরা!
সভ্য-সংস্কৃতি একই উদরে জন্ম;
কেউ কাহারো ছাড়িতে না চায়।
তথাপি মোদের লক্ষ্য-উদ্দেশ্য দেবতার ধন অশুরে পায়।
ধনী -গরিব বহুদূরের স্বজন কেউ দেয়না কাউকে পরিচয়!
তবু জীবনের প্রয়োজনে বাচার তাগিদে একে অপরের দিকে চেয়ে রয়।
চরিত্র যত মিলিয়েই যাই- মানবের চারিত্রিক দোষ গুণের!
হযবরল মিলন উহাতে বৈধ কিংবা অবৈধ প্রণয়ের।