আগামী দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মত পরিস্থিতি নেই বলছেন বিশেষজ্ঞরা। এসময়ের মধ্যে প্রতিষ্ঠান খোলা হলে সেটি খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে বলে মত তাদের। এ অবস্থায় মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।
করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ৩১ মে থেকে সরকারি অফিস খোলার পাশাপাশি সোমবার থেকে চালু হচ্ছে গণপরিবহন। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে ১৫ জুন পর্যন্ত।
বিশেষজ্ঞরা বলছেন, এই ছুটি সর্বনিম্ন ২ মাস বাড়াতে হবে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেরই সুরক্ষা নেয়ার মত সক্ষমতা নেই। স্কুলে শিশুদের সামাজিক দুরত্ব মানিয়ে চালানো সম্ভব নয় বলছেন তারা। সেক্ষত্রে সিলেবাস কমানোসহ অন্য সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার দাবি অভিভাবকদের।
মন্ত্রণালয় বলছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে রাখা হচ্ছে।বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে। সেই সাথে সংসদ টিভিতে দশম শ্রেণি পর্যন্ত সিলেবাস শেষ করার প্রস্তুতি নেয়া হয়েছে।
অর্ধবার্ষিকী পরীক্ষার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
সংসদ টিভির ক্লাস লেকচার সবাইকে মনোযোগ দিয়ে অনুসরণ করার পরামর্শ মন্ত্রণালয়ের।
সূত্র: Independent TV