পুরোনো স্মৃতির শব্দে,
নিঃশব্দ অাজ এ হৃদয়।
হঠাৎ দেখায় চোখের কোণে
উকি দিল সে শব্দগুচ্ছ।
কাব্যের প্রথমে কেনই বা উঁকি দিলে,
নিঃশব্দ সেই ক্ষতবিক্ষতে।
এক চিলতে নুন ছিটিয়ে দিলে।
রক্তাত্ত করে দিলে নিঃশব্দ শব্দগুচ্ছ।
চোখে তোমার সেই ঘৃনার ছোবল,
দংশন করলো শব্দগুচ্ছ।
ভালোবাসার উপহারে শুদ্ধ অাছো তুমি।
শব্দগুচ্ছ ও ভালো অাছে কালচে ধোয়ায়,
রক্তাত্ত লালচে অাভায়।
অনুপ চক্রবর্তী / সাহিত্য প্রতিনিধি