মাসুদ পারভেজ
আমি বন্দী,আমি সংগ্রামী আমি উচ্ছ্বল,
আমি শৃঙ্খল আমি যোদ্ধা হয়ে অস্ত্রবিহীন আমি অতীত,
আমি অপরাধী! আমার ভিতর যত আকাঙ্ক্ষা আমি সর্বেসর্বা ক্ষমতাধর,
উত্তম আমাকে নিয়েই রচিত সব আশংকা!
আমি বর্ত্তমান, আমিই ভবিষ্যত আমার মধ্যে নিহিত দোষ, গুণ সব আমি দূরন্ত,
আমিই অফুরন্ত আমিই ভগ্নাংশের হর কিংবা লব।
আমি তেজস্ক্রিয়, আমিই গড়েছি ধাতু আমার দ্বারাই যত কীর্তিকলাপ।
আমি ধর্মগুরু আমিই অনুসারী ;
আমার মুখেই যত আজগুবি প্রলাপ।
আমি মিথ্যা, আমিই রহস্য! আমায় নিয়ে ইতিহাসের কাহিনী।
আমি জয়ী, আমিই পরাজয়- আমাকে নিয়েই গড়েছে বাহিনী!
আমি খুনী,আমিই বিশ্বাসী! আমি কিংবদন্তী নানা মতাদর্শ ;
আমি মৃত্যুঞ্জয়ী, আমি পরিব্রাজক – আমাকেই আবার মানছে আদর্শ!
আমি দেবতা, আমিই অশুর! জানে জনে শত পরিচয়।
আমি কাণ্ডারি, আমিই দূর্বল – আমার দ্বারাই সৃষ্টি অথবা ক্ষয়!
আমি হাজারো চরিত্রে হয়েছি আবির্ভাব কতক জনে আজো ডাকে বলিয়া ফানুস!
হুশ -বেহুশের মানদন্ডে ;
আমি গর্বিত তবু বলিতে –
আমি কে? মানুষ!