রাকিব : আজকাল চাকরির পত্রিকা খুললেই, website বা online এ ঢুকলেই দেখা যায় ডিপ্লোমাদের অনেক চাকরির খবর । সরকারের বিভিন্ন খাতে শত শত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে। BPSC,PDB,PWD,REB,NESCO,DESCO,BTV,LGED,FOREST,HELTH MINISTRY, OTHERS MINISTRY,ROAD&HIGHWAY, WATER DEVELOPMENT BOARD সহ আরো বিভিন্ন খাতে জনবল নিচ্ছে সরকার। কিন্তু এসব নিয়োগে শুধু সিভিল,মেকানিক্যাল,ইলেক্ট্রিক্যাল,সহ মুষ্টিমেয় কয়েকটা ডিপার্টমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে আবেদন প্রক্রিয়া।
কিন্তু,এনভায়রনমেন্টাল,, ফুড,আরএসি,আর্কিটেক্টচার,কম্পিউটার, মেকাট্রনিক্স,ইলেক্ট্রনিকস,মাইনিং,সার্ভেয়িং,ট্যুরিজম&হসপিটালিটি,ইলেক্ট্রোমেডিক্যাল,অটোমোবাইল,কেমিক্যাল সহ অন্যান্য টেকনোলজি গুলোর govt নিয়োগ নেই বল্লই চলে আর বে-সরকারি খাতেও কর্মক্ষেত্রের যথেষ্ট অভাব ও বেতন বৈষম্য। পলিটেকনিক পাস করে সবাই একটা সরকারি চাকরির আশা করে, যেখানে ডিপ্লোমাদের অনেক বড় একটা প্লাটফর্ম রয়েছে চাকরির কিন্তু কি সেখানে সবাই পারেনা সরকারি চাকুরির জন্য আবেদন করতে।
এর মনে কি ওইসব ডিপার্টমেন্ট এর প্রয়োজনই নেই, তাহলে পলিটেকনিক সমূহে তা বন্ধ করে দিন অথবা সকল টেকনোলজির জন্য পর্যাপ্ত কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি করুন ।
পড়াশুনা সবাই করে,, সবার বাবা মা কষ্ট করেই পড়ান, ইনস্টিটিউট এ সবাইকে সমান ভাবে শেখানো হয় তাহলে চাকুরির বাজারে এত বৈষম্য কিসের।
বর্তামান সরকার কারিগরি শিক্ষা নিয়ে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন, তারই পরিপ্রেক্ষিতে এইসকল অবহেলিত ও বৈষম্যের স্বীকার ডিপার্টমেন্টের যথাপোযুক্ত কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে সমান সুযোগ প্রদান করা হোক।