জসীম উদ্দীন
কপালে লাল টিপ পরনে হলুদ শাড়ি।
তব আসায় বসে আছি আজি পিককুলপতি তুমি;
তুমি ভ্রমররাজ, তোমারি চরণে ভজি এ মোর সাজ।
গলায় দেখ ফুলে ভরা আভারণ,
তব আগমনে নতুন করে সাজিয়েছি যৌবন।
আজ আমি মত্ত, তব চরণে ঢালিবো শিব দিয়াছে যা সমস্ত।
দেখ নতুন ফুলে ভরিছে সাখি।
কৃষ্ণ এইবার মেলো আখি, ধরা আজি কলরোলে কলাহল, ভিরু পেয়েছে বাহুবল।
নির্গুন পেয়েছে গুণ, তব তরে সাজিয়েছি এ আনন্দময়ী ফাগুন।
জসীম উদ্দীন
ঢাকা বিশ্ববিদ্যালয়।