আরিফুল ইসলাম আরিফ
বুকে জমা হাজারো স্বপ্ন অপূর্ণ রয়ে যায়,
শূন্য পকেট অসহায় পথিক স্বপ্ন কিভাবে পূর্ণতা পায়?
স্বপ্ন দেখি পেট পুড়ে খাব জোটেনা তাহা কভু,
জীবন কত বিচিত্রময় জানে মাথার উপরে প্রভু।
বছর শেষে নতুন জামা স্বপ্ন মোদের কাছে,
হাতড়ে দেখি ছেড়া মানিব্যাগ দুটো কয়েন পড়ে আছে।
বুকের ভেতর জমানো কষ্ট বলতে পারিনা মুখে,
ঠোঁটের কোণে কৃত্রিম হাসি যেন আছি অনেক সুখে।
বাবার গায়ে তালি দেয়া শার্ট পায়ের জুতো হয়ে গেছে ক্ষয়,
সন্তানের মুখে তুলে দিয়ে অন্ন নিজে অভুক্ত রয়।
মায়ের পড়নে ময়লা শাড়ি ছিড়ে গেছে তাও অনেকখানি,
স্বপ্ন সে তো আমিও দেখি মুছে দেবো প্রিয়জনদের চোখের পানি।
আরিফুল ইসলাম আরিফ
সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়