চোখ নামক প্রেমটার দৃষ্টি জুড়ে,
প্রিয় আসুখের নাম তুমি।
যে জীবন নিজেকে সুস্থ বলে দাবি করে সেই নিঃশ্বাসের,
প্রিয় অসুখের নাম তুমি।
শরীরের অসুস্থতা পথ্যতে সারে,
মন কি বলো কোনো নিয়ম চলে?
যে মনকে গানভরা গন্ধে ভুলিয়ে রাখি সেই সমোঝতায়,
প্রিয় অসুখের নাম তুমি।
আলোয় তুমি আমার নিরবতা,
অন্ধকারে তুমি আরাধ্য চিৎকার।
ভুল করে আমিটাকে যখন তোমার বলে প্রকাশ করি সেই বিবর্ণ পত্রিকায়,
প্রিয় অসুখের নাম তুমি।