স্বার্থের পৃথিবীতে স্বার্থের চলছে খেলা,
স্বার্থের পৃথিবীতে স্বার্থের মিলছে মেলা।
জন মানবের ভীড়ে নেই স্বার্থের আকার,
চারিদিকে শুধু স্বার্থের জয়-জয়কার ।
স্বার্থপর রাজ্যের পথিক হয়েছি বেহুস,
এই পৃথিবীর প্রত্যেকটি স্বার্থপর মানুষ।
প্রত্যেকটি মানুষের শরিরে স্বার্থের ব্যাধি,
পৃথিবীতে স্বার্থ হলো ঘৃণিত এক উপাধি।
এ পৃথিবী বড় নিষ্ঠুর এক স্বার্থপরের ঘর,
স্বার্থের খেলায় আপন হয় আপনের পর।
স্বার্থপর না হয় করো গৃহের আপন স্বজন,
স্বার্থের খেলা চলে শুধু একা-একা ভোজন।