চাকরি প্রত্যাশীদের সচারচর জিজ্ঞাসা ও সমাধান। মোঃ তৌহিদুজ্জামান এর সময়ক্রম থেকে সংগৃহীত।
– বেতন এতো কম কেন?
উত্তরঃ আমার নিজের কোন প্রতিষ্ঠান নেই, তাই বেতন আমি নির্ধারণ করিনা, উনারা যেমন বলে আমি তেমনই পোস্ট করি।
মন্তব্যঃ বেকার দের কষ্টটা বুঝি, তাই তাদের নিয়ে কাজ করছি, আমি মনেকরি ঘরে বসে থাকার চেয়ে কিছু একটা করুক।
বেতন কম এটা দেখার কতৃপক্ষ রযেছে, তারাতো চুপ, তারাতো কিছুই বলছেন না?
– শ্রমিকরাওতো এর চাইতে বেশি পায়…!
উত্তরঃ সবকিছু শুরুটা একটু কষ্টেরই থাকে, তাদের সাথে কেন আপনাকে তুলনা করেন? ইঞ্জিনিয়ারদের শুরুটা অল্প দিয়ে হলেও, আপনি ইঞ্জিনিয়ার, কিছুদিন অভিজ্ঞাতা নেন, তারপর অবশ্যই ভালো জায়গায় পৌছে যাবেন। নিচু থেকে উপরে উঠতে হয়…..।
– ৮০০০ টাকা বেতনের পোস্ট কেন দিয়েছেন?
উত্তরঃ আমি চাই একজন বেকার কমে যাক, একটি পরিবারের একটি বোঝা কমে যাক……
মন্তব্যঃ আপনিও একজনের পাশে দাড়ান, এর চাইতে ভালো অফার পেলে দিন। তবুও বেকার কমে যাক….। আজ যারা অল্প বেতনে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবে তাদের জন্য সরকারি চাকুরির প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যায়।
– হোটেলে কাজ করলেও তো ভালো টাকা পাওয়া যায়!!!!
উত্তরঃ আমি বেকার ইঞ্জিনিয়ারদের জন্য কাজ করে যাচ্ছি, কোন হোটেলওয়ালার জন্য নয়।
– চাকুরীটা আমার লাগবেই!!!!
উত্তরঃ আমি চাই প্রতিটা বেকারের কর্মের ব্যাবস্থা হোক, তবে দুজন চাইলেতো এর বেশি দিতে পারবো না! প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যাকে যোগ্য মনে করে তাকেই নেয়, ওখানে আমার কিছু করার থাকেনা।
– ইনবক্সে নক করেছি রিপ্লাই দেন না কেন?
উত্তরঃ আমি আমার চাকুরির পাশাপাশি বেকারদের জন্য কাজ করছি, তাই সময়মতো সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
– ওখানে দেওয়া নাম্বারে ফোন দিচ্ছি রিসিভ করছেনা কেন?
উত্তরঃ যেহেতু আমি ঐ প্রতিষ্ঠানে চাকুরি করিনা তাই, কেন রিসিভ করেনা, সেটা বলাটা কষ্টকর, তবে অপেক্ষা করা ভালো।
– ইলেকট্রিক্যাল নিবেন?
উত্তরঃ যেখানে বাংলায় লিখা আছে সিভিল, সেখানে এমন প্রশ্ন না করাই শ্রেয়।
– Ami asi, Jobta korbo, Call me 017******,
উত্তরঃ এসব যারা বলে থাকেন তাদেরকে বলবো আপনার চাকুরির প্রয়োজন হলে আপনাকেই পোস্টের নিয়ম অনুযায়ী যোগাযোগ করতে হবে, call me বললে হবেনা, কারণ একজন চাইলে ১০ জন সঠিক ভাবেই যোগাযোগ করে থাকে।
পরামর্শঃ প্রত্যেকেরই চাকুরির দরকার আছে, আজ না হয় কাল হবে, তবে বেকার ছাত্র-ছাত্রীদের বলবো আপনারা চাকুরির বিজ্ঞপ্তি দেখে আগে ভালোভাবে পড়ে নিবেন, তারপর নিয়ম অনুযায়ী আবেদন করবেন।
সুপারিশঃ চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানকে বলবো, চলার মতো সম্মানী প্রদান করুন।
প্রত্যাশাঃ বেকার ছাত্র-ছাত্রীদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
মোঃ তৌহিদুজ্জামান
অ্যাসেসর,
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড