আজ ১৯ এপ্রিল টেলিভিশনে শুরু হচ্ছে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে আজ থেকে এসএসসি ও দাখিল ভোকেশনাল কোর্সের রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে কারিগরি শিক্ষা’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আর ১৯ থেকে ৩০ এপ্রিল সংসদ টিভিতে ভোকশনালের ক্লাস সম্প্রচারের রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, দুপুর আড়াইটা থেকে শুরু বেল সাড়ে তিনটা পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনালের ৯ম ও ১০ম শ্রেণির ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ১৮ মিনিটের।