গত বুধবার বিকেল পাঁচ ঘটিকায় বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর হয়। এ ঘটনায় ২ জন গুরুতর আহত সহ ০৮ জন শিক্ষক আহত হয়েছে। শিক্ষক কোয়ার্টারের শিক্ষক সহ পরিবার পরিজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
প্রতিষ্ঠানটির পরিচ্ছন্ন র্কমী গুরুতর আহত ২ জন যথাক্রমে সাইফুল ও নুরু মিয়াকে স্থানীয় সাউর্দাণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল খেকে পুলিশ ইয়াসিন ও ইসমাইল নামে ২ জন সন্ত্রাসীকে আটক করে।
প্রতক্ষ্যর্দশীরা ও আহতরা জানান স্কুলের পেছনে তুলাতলী বস্তির কিছু সন্ত্রাসী স্কুলের নিরাপত্তা বেষ্টনির উপর দিয়ে এসে প্রায়ই জুয়া সহ বিভিন্ন রকম মাদক সেবন করে। দেশে করোনাভাইরাসের এই মহামারীতে তাদের বাঁধা দেওয়া হয়। পরর্বতীতে অর্তকিত ৪০-৫০ জনের সন্ত্রাসী দল এসে ভাংচুর ও শিক্ষকদের কোয়ার্টারে হামলা চালায়।
এ ব্যাপারে এ এস আই মীরণ গণমাধ্যমকে জানান, হামলায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য হামলাকারীদের গ্রেফতার করার জন্য অভিযান চালাবো।
সূত্রঃ এওয়ান নিউজ