করোনাভাইরাসের প্রভাবে যেসব শিক্ষার্থীদের পিতা-মাতা কর্মহীন দরিদ্র তাদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীন বিএমইটির নিয়ন্ত্রাধীন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হক।
আজ সোমবার রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র শিক্ষার্থীদের ঘরে ঘরে প্রত্যেককে ৫ কেজি চাল, ২কেজি আলু, ২কেজি আটা, ১লিটার তেল, ১কেজি ডাল , ১ কেজী লবণ ১/২ টি করে,মাস্ক ও ১টা করে সাবান নিয়ে হাজির হন মহিলা টিটিসির অধ্যক্ষ। তিনি নিজ হাতে খাবারগুলো কর্মহীন দরিদ্র শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে দেন।
এ সময় ওই সব বাড়িতে থাকা শিক্ষার্থীদে অভিভাবকেরা অবাক হয়ে যান নিজ মেয়ের অধ্যায়নরত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রশিক্ষকদের তাদের বাড়িতে দেখে। অধ্যক্ষের হাত থেকে ত্রাণ সামগ্রী নিতে লজ্জা বোধ করলেও কথার কৌশলে সামলিয়ে নিচ্ছেন অধ্যক্ষ মো: নাজমুল হক নিজেই। এক শিক্ষার্থীর অটো চালক বাবা জানান, আমার ঘরে স্যারেরা এসে চাউল দিয়ে যাবে তা কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আল্লাহ তাদের রহমত করুক। এই ভাবে যদি ঘরে বসে খাবার পাওয়া যায় তাহলে তো আমাদের আর বের হওয়া লাগবে না।
অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হক জানান, আমার প্রশিক্ষণ কেন্দ্রের যেসব ছাত্রীদের অভিভাবক কর্মহীন দরিদ্র তাদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে আরো দিবো। যেনো কাউকে ঘর থেকে বের হতে না হয়। কারন আমার শিক্ষার্থীও আমার সন্তানতুল্য ,তার অভিভাবকেরা বাইরে বের হলে করোনা সংক্রমনের একটা ছুকি থেকে যায়। অধ্যক্ষ আরো জানান, এই প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সহোযোগিতায় সম্ভব হচ্ছে দরিদ্রদের পার্শ্বে দাঁড়ানো।