বর্তমানে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে সারাবিশ্বে এবং বাংলাদেশও। এর প্রেক্ষিতে গরীব অসহায় মানুষদের বিভিন্ন সাহায্য করা হচ্ছে। অনেকেই সাহায্য নামমাত্র ছবি তুলে ভাইরাল হচ্ছেন সোসাল মিডিয়ায়।
ছবি তোলা বন্ধ করেন গরীব, অসহায়, দিনমজুর, খেটেখাওয়া,মানুষকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ মেহেদী হাসান রিমেল রিগেন।
তিনি আরো বলেছেন গরীব, অসহায়, দিনমজুর, খেটেখাওয়া,মানুষকে সাহায্য করবেন ভালকথা রাতের অন্ধকারে বাসায় খাবার পৌছে দিন। নিজ পাড়া,মহল্লা,ওয়ার্ডে অনেক দিনমজুর,গরীব আছে। ছবি তুলে হিরোসেজে মানুষগুলোকে লজ্জা দিয়েন না।অনেক পরিবার আছে যারা কাওকে বলতে পারেনা অভাবের কথা আপনার আমার বাড়ির আসেপাসে তারা বসবাস করে।রাতের অন্ধকারে পারলে সহযোগীতা করেন। আজকে এই হিরোরা ছবি তুলবে আর মানুষ দেখবে,অনেকে কানাকানি করবে, এই চক্ষুলজ্জায় অনেক দরিদ্র পরিবার তিন বেলার যায়গায় দুই বেলা খাচ্ছে। তাও সহযোগীতা নিতে লজ্জাপাচ্ছে। এ সকল পরিবারগুলোকে লোকচক্ষুর অগোচরে সাহায্য করেন। দোয়া পাবেন মনথেকে। ভালোকাজ করলে উপরে একজন আছে সবকিছু তিনি দেখতে পান।